Logo

সারাদেশ

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ভাড়া বাড়ির ২১ কক্ষ পুড়ে ছাই

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:৩৯

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ভাড়া বাড়ির ২১ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাড়া বাড়ির ২১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাড়া বাড়ির ২১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে হাজী নুরুল ইসলামের মালিকানাধীন ওই বসতবাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগেই ২১টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ভাড়াটিয়া শফিকুল ইসলাম বলেন, ‘আমি হাসিন সুয়েটার কারখানায় কাজ করি। খবর পেয়ে বাসায় এসে দেখি, নগদ টাকা ও সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে।’

আরেক ভাড়াটিয়া মুশাররফ হোসেন বলেন, ‘পাশের কক্ষে আগুন দেখে দৌড়ে গিয়ে দেখি দাউদাউ করে জ্বলছে। কিছুই বাঁচাতে পারিনি, শুধু ফ্রিজটা বের করতে পেরেছি।’

ভাড়াটিয়া আব্দুল মান্নান বলেন, ‘আগুনে আমার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। নগদ টাকাও ছিল।’

বাড়ির মালিকের ছেলে নাজমুল বলেন, ‘আমাদের ভাড়া বাড়ির সবগুলো কক্ষই পুড়ে ছাই হয়ে গেছে। ২১টি কক্ষে ভাড়াটিয়ারা বসবাস করছিলেন।’

মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর আজাদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর