Logo

সারাদেশ

লোহাগাড়ায় ১ লাখের বেশি শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:৪৯

লোহাগাড়ায় ১ লাখের বেশি শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

ছবি : সংগৃহীত

সারা দেশের মতো দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতেও ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েডের টিকা প্রদান করা হবে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে মোট ৬৫১টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২১৬টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ১,০৫,৮০৯ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ৮১০ জন, অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন এবং স্থায়ী কেন্দ্রে ২ জনসহ মোট ১,০২৮ জন কর্মী এই টিকাদান কার্যক্রমে অংশ নেবেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ঢাকা প্রতিদিন প্রতিনিধিকে জানান, ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থীকে এক ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করেছি। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • আবুল কালাম আজাদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর