জামালপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:৫৪
জামালপুরে ভাতাসহ শিক্ষক সমাজের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে ভাতাসহ শিক্ষক সমাজের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।
শনিবার (১১ অক্টোবর) ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরায় শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রফেসর জাকিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. শফিকুল ইসলাম।
বক্তারা অবিলম্বে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।
মেহেদী হাসান/এমবি


