কক্সবাজারে বিজিবির অভিযানে ১৫টি গরু জব্দ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৬:২৬
-(4)-68ea30ebb4ed0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ব্যাটালিয়নের নিয়মিত টহলদল অধিনায়কের নেতৃত্বে এসব গরু জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ বিজিবির দায়িত্বপূর্ণ রামুর গর্জনিয়া মাঝিরকাটা এলাকায় অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েসের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় এবং বার্মিজ গরুগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযানের সময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত পথে গরু চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান দমনে ১১ বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে।
উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরুগুলোর সিজার ফরম তৈরি করা হয়েছে এবং বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে আগামী এক-দুই দিনের মধ্যে নিলাম দেওয়া হবে।
- কামাল শিশির/এমআই