ছাতক-দোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব : সালাম মাদানী

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৬:৪৪
-(5)-68ea351ac1b26.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।
শনিবার (১১ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা সালাম মাদানী বলেন, আদর্শিক সমাজ গঠনে কাজ করছে জামায়াতে ইসলামী। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতের লক্ষ্য। এই সংগঠন মানুষের মধ্যে আদর্শিক পরিবর্তন এনে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা সদরের মা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ডা. হারুনুর রশীদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমির ও স্মার্ট টিমের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তারা সংগঠনের আদর্শে অটল থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি, অঞ্চল ও ওয়ার্ড শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মো. আব্দুল হালিম/এমআই