মহাসড়কে গরুর সঙ্গে মোটরসাইকেল ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:১৮

ফেনী জেনারেল হাসপাতাল। ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মামুনুর রহমান (৪৬)। তিনি ফেনী শহরের শাহীন একাডেমী এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মামুন লালপোল থেকে মহিপালের দিকে মোটরসাইকেল যোগে আসছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় হঠাৎ একটি গরু মহাসড়কের ওপর চলে আসে। এতে মামুনের মোটরসাইকেলটি গরুর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যায়। পরে পেছনে থাকা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে মামুনকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম. এমরান পাটোয়ারী/এমবি