Logo

সারাদেশ

মির্জাপুরে মানবাধিকার কমিশনের নতুন কমিটির শপথ গ্রহণ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:৪৩

মির্জাপুরে মানবাধিকার কমিশনের নতুন কমিটির শপথ গ্রহণ

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এ আয়োজন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. লাভলু সিদ্দিকী। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের। সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আগে জেলা শাখার সভাপতি নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, আ. আউয়াল খান তাপস, অর্থসম্পাদক আবু রায়হান খান, শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, মির্জাপুর পৌর শাখার সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক রেমন মিয়া ও নবাগত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাব্বি ইসলাম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর