Logo

সারাদেশ

মাগুরায় খালের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:০৮

মাগুরায় খালের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো— চাঁপাতলা গ্রামের মো. আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া (৯) এবং তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির তিন শিশু বাড়ির পাশে চাঁপাতলা নিব্দিশ খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুর রহমান বলেন, স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনজনই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাদের মৃত ঘোষণা করি।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের বলেন, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই তিন শিশুর করুণ মৃত্যুতে চাঁপাতলা গ্রামে নেমে এসেছে শোকের মাতম, নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

  • তাছিন জামান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর