Logo

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:৪৬

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মার্স টেক্সটাইল মিলের শ্রমিকরা অঘোষিতভাবে কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে মার্স টেক্সটাইল মিলের শ্রমিকরা অঘোষিতভাবে কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টা থেকে উপজেলার বারআউলিয়া এলাকায় শত শত শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-বোনাস ও জরিমানাসহ নানা অমানবিক সমস্যায় ভুগছেন তারা। মাসের পর মাস পরিশ্রম করেও যথাসময়ে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।

শ্রমিক নেতা বিল্লাল হোসেন বলেন, আমরা কোনো আশ্বাস চাই না, বাস্তবায়ন চাই। যতক্ষণ পর্যন্ত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার শ্রমিকরা একই দাবিতে মিলের সামনে বিক্ষোভ করেছিলেন। পরে শ্রমিক প্রতিনিধি ও কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে শনিবার বিলেক ৩টায় পুনরায় আলোচনা হবে এবং রোববার বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ বৈঠকে না আসায় ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলনে নামেন।

শ্রমিকরা অভিযোগ করেন, গত এক বছর ধরে মিল কর্তৃপক্ষ তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। নানা সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছে। এমনকি বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের পাঁয়তারা করছে। শ্রমিকদের দাবি, মিল চালু ও বকেয়া মজুরি পরিশোধ ছাড়া তারা আন্দোলন থেকে সরে যাবেন না।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

বারআউলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবদুল মোমেন বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

তবে সন্ধ্যা নাগাদ মালিকপক্ষ আলোচনার জন্য কারখানায় আসবেন বলে শ্রমিকদের জানানো হয়েছে।

মোহাম্মদ জামশেদ আলম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর