শ্রীপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:২১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাবার সঙ্গে গরু চরাতে বের হয়ে নিখোঁজ হওয়া হুজাইফা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাবার সঙ্গে গরু চরাতে বের হয়ে নিখোঁজ হওয়া হুজাইফা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমার চালা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হুজাইফা ওই এলাকার হারুন রশিদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সকালে হুজাইফা তার বাবার সঙ্গে গরু চরাতে বাড়ি থেকে বের হয়। তবে দুপুরে বাবা একা ফিরে আসলেও হুজাইফা আর ফেরেনি। পরে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিকেল ৩টার দিকে স্থানীয়রা জঙ্গলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
শিশুটির নাক ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
হুজাইফার বাবা হারুন রশিদ বলেন, ছেলেকে হারিয়ে শোকের মধ্যে আছি। কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করল, বুঝতে পারছি না। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, হুজাইফা সকালে নিজের বাবার সঙ্গে গরু চরাতে বের হয়েছিল। পরে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহেল/এমবি