Logo

সারাদেশ

পিরোজপুরে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৩২

পিরোজপুরে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলাদেশের খবর

নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ অক্টোবর) সকালে কাউখালী উপজেলার কচাঁ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলে বেল্লাল ফকিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।

বেল্লাল ফকির উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে এক জেলেকে ১৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সৈয়দ বশির আহম্মেদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর