ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৪২

নাটোরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : বাংলাদেশের খবর
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আগদিঘা ভোটকেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, বিএনপি নেতা নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান/এমবি