Logo

সারাদেশ

জনগণ পাশে থাকলে জয় নিশ্চিত, ইনশাআল্লাহ : দীপু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:৩১

জনগণ পাশে থাকলে জয় নিশ্চিত, ইনশাআল্লাহ : দীপু

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ ওহিদুজ্জামান দীপু। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ ওহিদুজ্জামান দীপু বলেছেন, বাগেরহাটে আগে চারটি আসন ছিল, এখন তিনটি। এই তিন আসনেই বাঘা-বাঘা নেতাদের সঙ্গে লড়াই হবে। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ জয় আমরা ছিনিয়ে আনব।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কদমতলা স্কুল মাঠে বিএনপির আঞ্চলিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে মোট ১৩ বার নির্বাচনে অংশ নিয়েছি। এর মধ্যে ১১ বার জয় পেয়েছি। মাত্র দুইবার হেরেছি। একবার শেখ হিলালের বিপক্ষে, আরেকবার শেখ হাসিনার বিপক্ষে। সেই হারও ছিল অল্প ভোটে। 

তিনি আরও বলেন, এই সময়টায় ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারিনি। বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারিনি। চাচা-চাচিদের দাফনেও উপস্থিত থাকতে পারিনি। আজ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। যদি আপনারা আমার পাশে থাকেন, আমি কথা দিচ্ছি এই মোল্লাহাটের মাটিকে সারাদেশে গর্বের জায়গায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।

সমাবেশে মো. হেকমত শেখ, মো. হাসমত মোল্লা, মুশফিকুর শেখ, গোপাল শেখ, কাকা মোল্লা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক শরিফুল জামান শিমুল, কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু শেখ, গোলাম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ আবু তালেব/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর