Logo

সারাদেশ

চাঁদাবাজদের গোনার টাইম নাই : সারজিস

Icon

এসকে দোয়েল, পঞ্চগড়

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২১:৫০

চাঁদাবাজদের গোনার টাইম নাই : সারজিস

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, মাদক ব্যবসাসহ যত ধরনের অপকর্ম পঞ্চগড়ে হয়—সেসবের বিরুদ্ধেই আমরা লংমার্চ করছি। চাঁদাবাজদের গোনার টাইম নাই।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেতুলতলা এলাকায় লংমার্চ কর্মসূচির পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, “জুলাই অভ্যুত্থানে কয়জন রাজনৈতিক ব্যক্তি প্রাণ দিয়েছে, একবার হিসাব করে দেখুন। বড়বড় রাজনীতিকদের কতজন সন্তান জীবন দিয়েছে? জীবন দিয়েছে আপনার-আমার মতো সাধারণ মানুষ, শ্রমিকেরা, তাঁদের সন্তানরা। আর মাঝখান থেকে ফায়দা লুটেছে তথাকথিত কিছু রাজনীতিবিদ।

আপনারা যদি সে চিত্র দেখেন, দেখবেন-প্রতিটি জেলা ও উপজেলায় এখন কয়েকজন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট ব্যবসায়ী, মাদককারবারি ও প্রতারক আছে, যারা জনগণের রক্ত চুষে খাচ্ছে। আমরা প্রত্যেক জেলায় নেমেছি কারণ আপনাদের নতুন করে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “আজ থেকে প্রায় তিনশ বছর আগের কথা মনে পড়ে। নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে পঞ্চাশ হাজারেরও বেশি সৈন্য ছিল। হাজার হাজার মানুষ সেই বাহিনীর প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু মাত্র দুই-তিন হাজার ব্রিটিশ সেনার কাছে তাঁরা পরাজিত হন। কারণ, সবাই নিরব দর্শক ছিল। যদি ওই মানুষগুলো একবার করে ঢিলও ছুড়ত, তাহলে ব্রিটিশদের কাছে আমাদের এ বাংলার স্বাধীনতা দুইশ বছরের জন্য হারাতে হতো না।”

সারজিস বলেন, “আজও সেই অবস্থা। মাত্র পাঁচ-দশজন লোক মিলে তেঁতুলিয়ার মানুষকে শোষণ করছে। আর আপনারা নিরব দর্শকের মতো ভয়ে ঘরে বসে আছেন। যদি এমনটাই চলতে থাকে, তাহলে অল্প কয়েকজন সব কিছু নিয়ে যাবে। আপনারা ভূমিহীন হবেন, নদীভাঙনে ঘর হারাবেন, সন্তানের শিক্ষা হবে না, চিকিৎসা পাবেন না।”

তিনি বলেন, “রাজনৈতিক নেতাদের সন্তানরা আমেরিকায় পড়াশোনা করে, আর আপনার সন্তান তেঁতুলিয়া থেকে বের হতে পারে না। শ্রমিক ভাইয়েরা যাদের নেতা বানান, তারা এলাকায় কয়েকদিন থাকে, বাকিটা সময় আলিশান জীবনে কাটায়। আপনারা রোদে পুড়ে কালো হচ্ছেন, আর তারা বিলাসে জীবন কাটাচ্ছেন। তাঁদের জিজ্ঞাসা করুন-আপনার সন্তানের চিকিৎসা মাউন্ট এলিজাবেথে হয়, আর আমাদের উপজেলা হাসপাতালের এমন দশা কেন? নেতাদের জবাবদিহি করতে হবে।”

সারজিস আরও বলেন, “এমন একটি সিস্টেম তৈরি করা হয়েছে, যাতে শ্রমিকের সন্তানও শ্রমিকই থাকে। আপনার জন্য তেঁতুলিয়ায় ভালো স্কুল বা হাসপাতাল করা হবে না। এমনভাবে সিস্টেম বানানো হয়েছে, যাতে আপনি প্রতিদিন চারশ টাকা উপার্জন করবেন আর তাঁদের পেছনে ঘুরবেন। কিন্তু তাঁরা আলিশান জীবন কাটাবে। এই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, নেতাদের মুখের ওপর প্রশ্ন করতে হবে। এই রাজনৈতিক কালচার বন্ধ করতে হবে।”

তিনি বলেন, “আজ আমি স্পষ্ট করে বলছি-তেঁতুলিয়ার মাটিতে কোনো চাঁদাবাজ বা প্রতারককে আমরা কথা বলতে দেব না। যারা চুরি করে বড় বড় কথা বলে, তাদের চোখের বিষ হয়ে দাঁড়াব। তাদের ‘গোনার কোনো টাইম নাই’। আমরা তেঁতুলিয়া ও পঞ্চগড়ের মানুষের জন্য রক্ত দেব, জীবন দেব। যারা ভালো, তাদের পাশে থাকব; কিন্তু খারাপদের আর জায়গা দেব না।”

এর আগে দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে এনসিপির নেতাকর্মীরা ‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে’ লংমার্চ কর্মসূচি উদ্বোধন করেন।

লংমার্চটি জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা হয়ে আবার পঞ্চগড়ে ফিরে আসে এবং রাতে পথসভা করে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলার তানবিরুল বারী নয়ন, বোদা উপজেলার শিশির আসাদসহ এনসিপির বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সারজিস আলম জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর