ফরিদপুরে জোরপূর্বক বৃদ্ধার জমির গাছ কর্তনের অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২১:৫৯

ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া এলাকার প্রভাবশালী রিজভী কাজীর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। পরবর্তীতে ভুক্তভোগী ওই একই এলাকার মৃত. কাজী আব্দুল ওহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম (৬২) থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া এলাকার মৃত কাজী আব্দুল ওহাবের সঙ্গে তার চাচাতো ভাতিজা লাট্টু কাজীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার (১০ অক্টোবর) সকালে কাজী আব্দুল ওহাবের জমিতে রোপণকৃত ৮টি মেহগনি গাছ বিক্রি করে দেয় লাট্টু কাজীর ছেলে রিজভী কাজী। এসময় কাজী আব্দুল ওহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম গাছ কাটতে বাঁধা দিলে অভিযুক্ত রিজভী তাকে একা পেয়ে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে গাছ কাটা শুরু করে। পরে ভুক্তভোগী কাজী কহিনুর বেগম থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তন বন্ধ করেন। তবে ততক্ষণে অভিযুক্ত রিজভী ৩টি বড় সাইজের মেহগনি গাছ কেটে ফেলেন।
এ বিষয়ে অভিযুক্ত রিজভী কাজীর বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তার বাবা লাট্টু কাজী বলেন, ‘ছেলে গাছ কেটেছে। আমি এই বিষয়ে কিছু জানি না। সে আমার কোন কথা শোনে না।’
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘থানায় অভিযোগের পরে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত রিজভী কাজী পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।’
মিয়া রাকিবুল/এএ