Logo

সারাদেশ

‎মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৩

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২৩:৪৩

‎মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

‎মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুরে তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

‎শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরামের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে হরিরামপুর থানা পুলিশ।

‎অভিযানের সময় পদ্মা নদীর কালিতলা এলাকা থেকে মোজাহার মোল্লা, মো. আলমগীর ও আব্দুল আলিম নামে তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন।

‎হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরাম জানান, অভিযানে প্রায় ১,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

‎তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ‎আফ্রিদি আহাম্মেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর