লংমার্চে বিদ্যুৎ বিভ্রাটে ক্ষেপেছেন সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:২৭
-68eb4a5f887d7.jpg)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চের সমাপনী পথসভায় রাতে বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চের সমাপনী পথসভায় রাতে বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে গেলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে (নেসকো) সরাসরি হুঁশিয়ারি দেন তিনি।
সারজিস আলম বলেছেন, নেসকোর যে মালিক, তাকে এবং তার বাবাকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হতো, দুইদিন হতো—কিছু বলতাম না। তিনদিনের তিনদিনেই এটা হয়েছে।
তিনি আরও বলেন, যারা এটা করছে, তারা রাজনৈতিক বেশ্যা। এই রাজনৈতিক দেওলিয়াদেরকে আমরা দেখে নেব। তাদের কলিজা কত বড় হয়েছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখব। এরপর দেখব, পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে এবং বাংলাদেশের নেসকোর দায়িত্বে কে আছে।
সারজিস বলেন, আমরা মনে করি, আপনারা এক একটা রাজনৈতিক বেশ্যা। আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রতি বারই এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, সেই প্রতিষ্ঠান এখানে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।
লংমার্চে প্রায় দুই হাজারের বেশি মোটরসাইকেল আরোহী অংশ নেন। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লংমার্চটি পঞ্চগড়ের পাঁচ উপজেলা প্রদক্ষিণ করে তেঁতুলিয়া, বাংলাবান্ধা ও জেলা শহরে তিনটি পথসভা করেন। লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় এনসিপি।
জেলা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে লংমার্চের সমাপনী পথসভা ঘিরে শহরের বিভিন্ন স্থানে মাইক বসানো হয়। এতে রাতে পথসভায় সারজিস আলমের বক্তব্য শুরু হলে কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে গেলে নেসকোর ওপর চরমভাবে ক্ষেপে গিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসকে দোয়েল/এমবি