মাদরাসা বোর্ডের চেয়ারম্যান
ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:০৯
মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক। ছবি : বাংলাদেশের খবর
মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক বলেছেন, আমরা চাই এ মাদরাসা থেকে আদর্শ নাগরিক তৈরি হোক। বিজ্ঞ আলেম ও ফকিহ তৈরি হোক, যারা জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। জাগতিক যোগ্যতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পরকালের জবাবদিহিতার কথাও স্মরণ রাখতে হবে। আমাদের এ ঘুণে ধরা সমাজব্যবস্থা পরিবর্তন তোমাদেরকেই করতে হবে। তখন আর জনগণের সম্পদ লুট হবে না।
শনিবার (১১ অক্টোবর) সকালে ফেনী ফালাহিয়া কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ ও সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে ফালাহিল মুসলিমুনের সম্পাদক অধ্যাপক আবু ইউসুফ। আরও বক্তব্য রাখেন মুফতি আবদুল হান্নান।
মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, বিগত সময়ে আলেম-ওলামাদের ওপর যে জুলুম-নির্যাতন চালানো হয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা ইবতেদায়ি মাদরাসা বন্ধ করার চেষ্টা করেছিল। তারা মাদরাসা শিক্ষাকেই টার্গেট করেছিল, কারণ এখান থেকে সৎ, দক্ষ ও আমানতদার একদল মানুষ তৈরি হয়। তোমরাই জালিমদের তাড়িয়েছ, এখন তোমাদের একটাই লক্ষ্য হতে হবে—নিজেকে গড়া। তোমরাই বিশ্বকে নেতৃত্ব দেবে।
প্রফেসর মিয়া নুরুল হক বলেন, ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল, আমরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করব। প্রতিটি গ্রামে একটি ইবতেদায়ি মাদরাসা গড়ে তোলা হবে। রুটিনমাফিক জীবন গঠন করতে হবে। এ মাদরাসার ছাত্র-ছাত্রী ধারণক্ষমতার বাইরে চলে গেছে। এটা ভালো লক্ষণ। আমরা ইতিমধ্যে সম্প্রসারণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা দেশের বাইরেও মাদরাসা প্রতিষ্ঠা করব। সেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে। পিটিআই-এর আদলে ইপিটিআই হবে, কারণ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
মুফতি আবদুল হান্নান বলেন, এখানে মহিলা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র ক্যাম্পাস হবে। শিগগিরই ফালাহিয়া মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ছাত্র শিক্ষকদের কাছে আমানত। নিজের সন্তান মনে করে তাদের শিক্ষা দিতে হবে। ভালো কাজে প্রতিযোগিতা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন।
অধ্যাপক আবু ইউসুফ বলেন, তোমাদেরকে মানবিক মানুষ হতে হবে। আবরারকে যারা হত্যা করেছে, তাদের মতো দানব এ দেশে আর কখনো সৃষ্টি হতে দেওয়া যাবে না।
এম. এমরান পাটোয়ারী/এমবি

