Logo

সারাদেশ

পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজ গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:০০

পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজ গ্রেপ্তার

পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজ গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা মিরাজ খানকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেরাণীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিরাজ খান গত কয়েক মাসে ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলে অংশ নিয়েছেন। সেই মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রচার করেছেন। এছাড়া তিনি মিছিলে লোক সংগ্রহ ও আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

গ্রেপ্তারকৃত মিরাজ খানের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর