প্রশাসনের আশ্বাসে বান্দরবানে ১৩ অক্টোবরের হরতাল স্থগিত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:১৭
ছবি : বাংলাদেশের খবর
আগামীকাল সোমবার বান্দরবানে ৮ দফা দাবিতে নাগরিক পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকাল ৩টায় প্রশাসনের অনুরোধে নাগরিক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। শান্তি চাই, কিন্তু আমাদের দাবিসমূহ আদায়ের জন্য আমরা হরতালের ডাক দিয়েছিলাম। বান্দরবানের সর্বস্তরের মানুষ হরতালকে সমর্থন করেছে। প্রশাসনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তারা আমাদের দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। তাই হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে বাস্তবায়নের নামে যদি সময়নষ্ট করা হয়, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এস এম হাসান ও নাগরিক পরিষদের সিনিয়র নেতারা। ঘন্টাব্যাপী আলোচনা শেষে সব পক্ষ আশ্বস্ত হয়ে হরতাল প্রত্যাহার ঘোষণা করে।
উল্লেখ্য, এর আগে ৯ অক্টোবর নাগরিক পরিষদ বান্দরবানে রাজার সনদ বাতিল, ব্যাংক ঋণ, জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা সহ ৮ দফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল।
সোহেল কান্তি নাথ/এআরএস

