Logo

সারাদেশ

সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:৫৮

সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

ছবি : বাংলাদেশের খবর

সারাদেশে শিশুদের টাইফয়েড জ্বর থেকে রক্ষা করতে ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই কর্মসূচি স্বাস্থ্য বিভাগ ও সহযোগী সংস্থার তত্ত্বাবধানে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

ফেনী : সকালে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বেলুন উড়িয়ে এ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করা হবে। জেলায় ৪ লাখ ২৫ হাজার ৪৩৭ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ১২ অক্টোবর সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন।

সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান করা হবে। জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার ৩৬৭ শিশুকে টিকাদান করা হবে।

শেরপুর : শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সিভিল সার্জন মো. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।

জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পেইন উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৪ লাখ ৬৯ হাজার শিশু-কিশোরকে ১,৬৭৩টি কেন্দ্রে টিকাদানের আওতায় আনা হবে। কার্যক্রমের প্রতিটি ধাপে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান ক্যাম্প উদ্বোধন করেন।

সিভিল সার্জন অফিস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলায় প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ বছর সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ১৫ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সকালে ইসদাইরস্থ ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, স্কুলের অধ্যক্ষ সালিনা এ চৌধুরী ও সিটি কর্পোরেশনের টিকা কর্মকর্তা নাসির উদ্দীন। টিকা কার্যক্রম শুরু হবে স্কুলে স্কুলে ১০ দিন এবং এরপর ৮ দিন স্থায়ী টিকাদান কেন্দ্রে চলবে।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলার ১ লাখ ৭ হাজার ৮৩৯ শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। প্রথম দিনে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী টিকা পেয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে ৬০১ কেন্দ্রে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের শিশু ও কিশোর-কিশোরীরা টিকার আওতায় আসবে।

উপজেলায় ৫ লাখ ১৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে লিটল ফ্লাওয়ার কেজি স্কুলে ১৪৩ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির অনুষ্ঠানে উদ্বোধন করেন। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের এক ডোজ টিকা দেওয়া হবে।

সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় রামকান্তপুর ইউনিয়নের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম সভাপতিত্বে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু-কিশোর বিনামূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাবেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

লামা (বান্দরবান) : বান্দরবানের লামা উপজেলায় নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মাসব্যাপী টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। ৩৬ হাজার ১০৩ শিশুকে টিকার আওতায় আনা হবে। স্কুল পর্যায়ে ১৯৪টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে ১৪৪টি কেন্দ্রে কার্যক্রম চলবে।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান করা হবে।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। ৮২ হাজার ৮২১ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশায় প্রথমবারের মতো শিশুদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  উপজেলা সদর ২নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার উদ্বোধন করেন।

কর্মসূচিতে ধর্মপাশা ও মধ্যনগরের ৯ মাস থেকে ১৫ বছরের শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মোট ৬২ হাজার ২৯৭ জনকে টিকা প্রদান করা হবে।

পিরোজপুর : কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইশতিয়াক আহমেদ জানান, ১২০টি কেন্দ্রে শিক্ষার্থী ১৩ হাজার ৩০৮ এবং কমিউনিটি পর্যায়ের ৬ হাজার ৫৫৯ শিশু টিকা পাবেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিকাদান কর্মসূচি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর