তাহিরপুরে নদী রক্ষায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:০২
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের সময় ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর ও দক্ষিণ বড়দল ইউনিয়নের চরগাঁও কাশতাল ও কুকুরকান্দি গ্রামের আলী হোসেন (২২), আবুল বাসার (৩০), নবীর হোসেন (২০), সাজ্জাদ মিয়া (২৩), শাকিল আহমেদ (২৮) ও হৃদয় শাহ (২৪)।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন। অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ৩০০ ঘনফুট বালু এবং দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও স্থানীয় এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
আব্দুল হালিম/এআরএস

