Logo

সারাদেশ

৩০ ঘণ্টা পর করতোয়া নদী থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:১৩

৩০ ঘণ্টা পর করতোয়া নদী থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে তিন বন্ধুর মধ্যে দুইজন নিখোঁজ হওয়া ঘটনায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পরে তাৎক্ষণিকভাবে নিরবকে জীবিত উদ্ধার করা হলেও ১৪ বছর বয়সী হৃদয় হাসান নিখোঁজ ছিলেন। ৩০ ঘণ্টা পর রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় নদীর ৫শ মিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হাসান গাড়িদহ ইউনিয়নের রহমান নগরের দুলাল হোসেনের ছেলে। তার বাবা ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। হৃদয় ঢাকায় একটি কেজি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাড়িতে বেড়াতে আসার সময় এই দুর্ঘটনার শিকার হন। হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে নদী পাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে আহাজারিতে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১১টার দিকে গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় তিন বন্ধু—হৃদয় হাসান, নিরব ও সৌরভ—করতোয়া নদীতে গোসল করতে আসে। নদী পার হওয়ার সময় হঠাৎ স্রোতে হৃদয় হাসান ও নিরব হোসেন তলিয়ে যায়। সৌরভ নিরবকে টেনে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে হৃদয় নিখোঁজ হয়।

তাদের বন্ধু সৌরভ হোসেন বলেন, ‘নিরব সাতার জানত না, তাই তাকে উদ্ধার করা গেল। হৃদয় সাতার জানতো, তবু স্রোতে ভেসে গেছে। আমরা তাকে উদ্ধার করতে পারিনি। পরের দিন নদী থেকে তার লাশ পাওয়া যায়।’

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, ‘স্থানীয়দের সঙ্গে যৌথভাবে জাল দিয়ে উদ্ধার চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ সময় হওয়ার কারণে হৃদয়ের লাশ নদীতে ভেসে ওঠে।’

আব্দুল ওয়াদুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর