নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:২৭
-68ebacaed9002.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। রোববার (১২ অক্টোবর) সকালে ঘুমধুম সীমান্তের পেয়ারা বুনিয়া ৪১ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনস্থ রেজুআমতলী বিওপি প্রস্তাবিত টিওবির এলাকায় সীমান্তে টহল দিচ্ছিলেন নায়েক আকতার হোসেন। তখন হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হয়ে তার পায়ের গোড়ালি ছিন্ন করে দেয়।
আহত অবস্থায় অন্যান্য বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে রামু সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘুমধুম সীমান্তে বিজিবির এক সদস্য স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তবে তার সম্পূর্ণ পরিচয় এখনও নিশ্চিত হয়নি।’
সোহেল কান্তি নাথ/এআরএস