Logo

সারাদেশ

চরফ্যাসনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৩০

চরফ্যাসনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাসনে গাছ কাটার সময় আহত হয়ে সালাউদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল বারেক মাওলানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন আবু বক্করপুর ইউনিয়নের সাজাহান আলীর ছেলে এবং আমিনাবাদ ইউনিয়নের শ্বশুর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সালাউদ্দিন অন্য শ্রমিকদের সঙ্গে গাছ কাটতে গিয়েছিলেন। এসময় কাটা গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা শ্রমিকরা তাকে মূমূর্ষ ভেবে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগের সাব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জাহিদ হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়ে গেছে।’

চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এম ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর