Logo

সারাদেশ

মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

ছবি : বাংলাদেশের খবর

‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিঠাপুকুরে পালিত হলো বিশ্ব শিশু দিবস, জাতীয় কন্যাশিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২৫।

‘আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী হয়েছে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাপাড়া (বিডি-২১৭) প্রাঙ্গণে।

সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠান ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর রোববার শেষ হয়। সমাপনী অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয় এবং এতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাপাড়ার ম্যানেজার মি. শিমন সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ মিঠাপুকুরের সিনিয়র প্রজেক্ট অফিসার নুরুন্নবী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুরের চাইল্ড প্রটেকশন অফিসার মারিয়া মালো ও স্পন্সরশীপ সিস্টেম অফিসার ঝিলিক রানী বর্মণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম পারভেজ।

ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, পুস্তক প্রদর্শনী, চিত্রাংকন, বক্তৃতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন শৈল্পিক কার্যক্রম। এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

রাখিবুল হাসান রাখিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর