Logo

সারাদেশ

রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর গাড়িবহরে হামলা, আহত ১০

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৩৯

রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর গাড়িবহরে হামলা, আহত ১০
  • ঝালকাঠির রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত ও একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    গোলাম আজম সৈকত অভিযোগ করেছেন, শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নির্দেশে তার গাড়িবহরে হামলা চালানো হয়। সৈকত দাবি করেছেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হোক।

    তবে, রফিকুল ইসলাম জামাল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, গোলাম আজম সৈকতের গাড়িবহর থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সামান্য কথাকাটাকাটির ঘটনা ছাড়া কোনো হামলা বা মারামারি হয়নি। তিনি সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে তার বা কর্মীদের জড়িত না থাকার কথা উল্লেখ করেছেন।

    ঘটনার পর সৈকতের অনুসারীরা বিক্ষোভ মিছিল করে এবং রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আব্দুর রহিম/এআরএস

  • প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    বিএনপি সংঘর্ষ হামলা ও ভাংচুর

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর