Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ৪০ জন হত্যা : অয়নের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৫২

নারায়ণগঞ্জে ৪০ জন হত্যা : অয়নের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন এবং তদন্ত শেষ করতে আরও তিন মাস সময়ের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল-১ তার আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেন। মামলায় একজন গ্রেপ্তার রয়েছেন। তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ৪০-এর বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মামলা আওয়ামী লীগ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর