Logo

সারাদেশ

খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসিল্যান্ডের পদায়ন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:৪৪

খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসিল্যান্ডের পদায়ন

খুলনায় তদবির ও বিভিন্ন পর্যায়ের সুপারিশ এড়াতে লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদায়ন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার।

রোববার (১২ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসিল্যান্ডরা নিজ হাতে কর্মস্থলের নাম নির্ধারণ করেন।

দিবাগীয় কমিশনার ফিরোজ সরকার জানান, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে একই পদ্ধতিতে ২১ জন সার্ভেয়ারের বদলি লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল এবং প্রশংসা কুড়িয়েছে।

খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে কার্যকর প্রশাসন গড়ে তুলতে একের পর এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর এসব উদ্যোগে খুলনার মাঠ প্রশাসনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পদায়ন ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া এ পদক্ষেপের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল।

এইচকে/এমএইচএস 
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর