Logo

সারাদেশ

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:৫১

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা করে মহিলা দল ও সচেতন নারী সমাজ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তারা তার বক্তব্য ও মতাদর্শের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জোনায়েদ সাকি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী বক্তব্য দিচ্ছেন, যা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে আঘাত করছে। তারা দাবি করেন, তার মাধ্যমে দেশে নাস্তিক্যবাদ ও ধর্মবিরোধী চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, সমকামিতা স্বাভাবিকীকরণ, পারিবারিক মূল্যবোধ ধ্বংস এবং ধর্মীয় নীতিকে দুর্বল করার মাধ্যমে তরুণ সমাজকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালানো হচ্ছে।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ঘোষণা দেন, বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ব্যতীত অন্য কোনো রাজনৈতিক প্রতীক অবাঞ্ছিত। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকেই সমর্থন জানানোর আহ্বানও জানান।

লিটন হোসাইন জিহাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর