Logo

সারাদেশ

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ দোকান পুড়ে ছাই

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:৫৫

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ দোকান পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লাইব্রেরি ও মুদি দোকানসহ অন্তত ১৭টি দোকানসহ ভিতরে থাকা সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। দোকান মালিকদের দাবি, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী আগুনের বিষয়টি নিশ্চিত করেন। আগুনের ঘটনা শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নির্বাপণ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে ডিইপিজেড থেকে তিনটি ইউনিট, পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতার দোকান ও টিনের দোকান অন্তর্ভুক্ত।

দোকান মালিকরা জানিয়েছেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। পরে রাত সাড়ে ১২টায় আগুনের খবর পেয়ে বাজারে ছুটে আসেন এবং নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করেন।

সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন বলেন, তার দোকানে অন্তত এক কোটি টাকার মালামাল ছিল। অন্যদের মধ্যে সাদ্দাম হোসেনের মুদি দোকানে ২২ লাখ, আহাদ নূর আলমের মুদি দোকানে ৫০ লাখ, মাহাবুবের মুদি দোকানে ৫০ লাখ, জুম্মান মুন্সীর মুদি দোকানে ২০–২২ লাখ, জুবায়েরের মুদি দোকানে ১৮–২০ লাখ, আশরাফ মিয়ার মুদি দোকানে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের বাইরে কেরু বেপারী মার্কেটের কাপড় ও জুতার দোকানেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব কুমার চৌধুরী বলেন, আগুনের সূত্রপাত নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোকান মালিকরা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া লোনে মালামাল তুলেছিলেন। এখন তারা নি:স্ব হয়ে পড়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন।

হাসান ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর