Logo

সারাদেশ

চট্টগ্রামে কনসার্টে গুলিবিদ্ধ শরিফ ছাত্রদলের কর্মী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২১:০১

চট্টগ্রামে কনসার্টে গুলিবিদ্ধ শরিফ ছাত্রদলের কর্মী

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় অনুষ্ঠিত একটি কনসার্টে পুলিশের গুলিতে নাজির শরিফ (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারী বলে জানা গেছে। গুরুতর আহত শরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা জানিয়েছেন, তার অবস্থা আগের চেয়ে ভালো।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

কনসার্ট আয়োজন করেছিল একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্যান্ড দল ‘আর্টসেল’ গান পরিবেশনের কথা থাকলেও কনসার্ট শুরুর পর দুই পক্ষের মধ্যে ঝামেলা দেখা দেয়। সূত্রে জানা যায়, কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ছাত্রদলের একটি পক্ষ এই স্লোগানের প্রতিবাদ করলে সংঘর্ষ শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময় ফাঁকা গুলি ছোড়ে। 

চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম বলেন, ‘আহত শরিফ ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের কর্মী। দলে তার কোনো পদ নেই। ঝামেলা শুনে তিনি কনসার্ট এলাকায় খোঁজখবর নিতে গিয়েছিলেন। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে, তা কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) নিষ্কৃতি চাকমা জানান, কনসার্টের অনুমতি ছিল না। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি ফাঁকা গুলি ছুড়েছে। কাউকে লক্ষ্য করে গুলি করা হয়নি।  পুলিশের গুলি কারও গায়ে লেগেছে কি না, সেটি জানা নেই।

ঘটনার পর কনসার্টের আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে তলব করা হয়েছে। চমেক হাসপাতালে আহতদের দেখতে ছাত্রদলের নেতারা উপস্থিত হয়েছেন। পুলিশের তদন্ত এখনো চলছে।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর