Logo

সারাদেশ

নড়াইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২১:১৭

নড়াইলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুরে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) মিঠাপুর বাজারে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী ও এলাকার সাধারণ মানুষ।

মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলার নেপথ্যের কুশীলবদের শাস্তির দাবি জানান। তারা বিভিন্ন স্লোগান দিয়েও তাদের অভিযোগ জানান।

ভুক্তভোগী ও এলাকার সাধারণ মানুষ জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে নিরীহ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। এই মামলার ফলে একাধিক ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী নিতাই বিশ্বাস, পরিতোশ বিশ্বাস, উজ্জল বিশ্বাস ও চম্পা রানি বলেন, ‘এই মিথ্যা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক।’

এলাকাবাসীর পক্ষে স্থানীয় মেম্বার মিজানুর রহমানসহ আলিম মোল্লা, হাসান শেখ ও রকিবুল শেখ বলেন, ‘আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং নিরীহ মানুষের ওপর এমন অন্যায় অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন অবিলম্বে মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিক।’

বিক্ষোভ মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কয়েক শতাধিক ভুক্তভোগী পরিবার, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর