Logo

সারাদেশ

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৩

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরে ঘুমোতে থাকা হৃদয় হোসেনকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসার পর তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কুষ্টিয়ায় নেওয়ার পর ভোরে তিনি মারা যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, কলেজছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাকে কুষ্টিয়ায় রেফার করা হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু সাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর