Logo

সারাদেশ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ পর্যটন নগরী কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Sub-rule (1) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984-এর Rule 16 অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ গত কয়েক বছর ধরেই চলছিল। ইতোমধ্যে সেখানে ৩,২০০ মিটার দীর্ঘ রানওয়ে, আধুনিক টার্মিনাল ভবন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ সম্পন্ন হয়েছে। 

এই ঘোষণার মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আনুষ্ঠানিকভাবে সক্ষম হলো। এতে পর্যটন, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এনএমএম/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর