দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:০১
-68ecea102b7bf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং মহড়ার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।’ বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
ফরিদপুর : জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সকাল ১০টা ১৫ মিনিটে দিবসটি পালিত হয়। র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। আগাম সতর্কতা ও প্রশিক্ষিত কর্মী তৈরি হলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।
ধর্মপাশা (সুনামগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বনাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কহিনুর ইসলাম। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসাবাড়ি ও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে সীতাকুণ্ডে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রকোপ বাড়ছে, তাই প্রতিটি নাগরিককে সতর্ক ও সচেতন হতে হবে।
সাপাহার (নওগাঁ) : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়ব’ প্রতিপাদ্যে সাপাহারে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
মণিরামপুর (যশোর) : উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তেল, গ্যাস ও ধাতব পদার্থে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও মুলতামিস বিল্লাহ। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে র্যালি, ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আগাম প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা গড়ে তোলা গেলে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
লামা (বান্দরবান) : লামা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন। ফায়ার সার্ভিস সদস্যরা দুর্যোগ সচেতনতা বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন।
পলাশ (নরসিংদী) : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে পলাশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম প্রদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, ‘দুর্যোগের ক্ষতি কমাতে জনগণের সচেতনতা ও প্রস্তুতি জরুরি।’
এআরএস