নারায়ণগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:০৭

ছবি : বাংলাদেশের খবর
মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরছেন নারায়ণগঞ্জের অভাবগ্রস্ত জেলেরা। সরকারি সহায়তা না পেয়ে তাদের জীবনে নেমে এসেছে মঙ্গার মতো পরিস্থিতি।
তাতুয়াকান্দা, চৈতনকান্দা, দয়াকান্দা, উচিৎপুরা, খাগকান্দা, চরহোগলা, বিশনন্দি ও আশপাশের চরাঞ্চলের জেলেরা প্রতিদিন সকাল হলেই নদীতে জাল ফেলছেন। তারা বলছেন, ইলিশ নয়, অন্যান্য মাছ ধরতেই জাল ফেলেন। কিন্তু মাঝেমধ্যে জালে ইলিশ ধরা পড়লে সেটাই হয়ে দাঁড়ায় তাদের দুর্ভাগ্য।
তাতুয়াকান্দি গ্রামের জেলে সুজয় দাস বলেন, ‘আমরা অভাবে নদীতে নামছি। সরকারি সহায়তা পাইনি। জাল ফেললে অন্য মাছের সঙ্গে মাঝে মধ্যে ইলিশও উঠে আসে, তখন সেটাই আমাদের বিপদ ডেকে আনে।’
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তারের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টা থেকে চৈতনকান্দা ও দয়াকান্দা এলাকার মেঘনা নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেসমীন আক্তার বলেন, ‘মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরছে, তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এআরএস