Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

আলফাডাঙ্গায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকাত মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকাত মোল্যা উপজেলার বানা ইউনিয়নের টোনারচর গ্রামের মৃত মিনসার মোল্যার ছেলে। তিনি নরসিংদীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকাত মোল্যা ৫ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন। ৭ অক্টোবর তিনি তার কর্মস্থল নরসিংদী থেকে ঢাকা এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাকায়েত মোল্যা বলেন, ‘মরদেহ গ্রামের বাড়িতে এসেছে। আজ সোমবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।’

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর