Logo

সারাদেশ

আশুলিয়ায় জালিয়াতির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৪২

আশুলিয়ায় জালিয়াতির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে জগদীশ সিংকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের নাগরিক। প্রায় ১০-১১ বছর আগে তিনি বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন এবং ঢাকার গুলশান ও উত্তরা এলাকায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জগদীশ সিং সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি করে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘একটি পোশাক কারখানার কাপড় প্রতারণার মাধ্যমে অন্য কারখানায় বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ২০২৪ সালে মামলা করা হয়েছিল। সেই প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

হাসান ভুঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর