Logo

সারাদেশ

বাগেরহাটে তরুণদের মুখোমুখি আগামী দিনের সংসদ সদস্যরা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৭

বাগেরহাটে তরুণদের মুখোমুখি আগামী দিনের সংসদ সদস্যরা

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যুবকদের সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের স্বপ্ন, আমাদের ইসতেহার- আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ও বাধন মানব উন্নয়ন সংস্থা। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপি এই সংলাপ অনুষ্ঠিত হয়।

বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সংলাপে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, এনসিপির প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মোশাররফ হোসেন, বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী‘র প্রার্থী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপি‘র প্রার্থী মোল্লা রহমত উল্লাহ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক যুব স্বেচ্ছাসেবকও সংলাপে অংশগ্রহণ করেন। তারা রাজনীতিবিদদের কাছে এলাকার সমস্যা, সংকট ও সম্ভাবনার বিষয়ে সরাসরি আলোচনা করেন এবং নির্বাচনী ইসতেহারে এসব সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার আহবান জানান।

সংলাপে তরুণরা বাগেরহাটের প্রধান সমস্যা হিসেবে লবণাক্ততা, প্রাকৃতিক দূর্যোগ, নদী ভাঙন, মাদকের ছড়াছড়ি এবং রাজনৈতিক কর্মীদের চাঁদাবাজিসহ অন্যান্য অসুবিধার কথা তুলে ধরেন। এছাড়া তারা বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন, চিংড়ি শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্য নির্ভর পর্যটন বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দেওয়ার আহবান জানান।

সংলাপে অংশগ্রহণ করা প্রার্থীরা তরুণদের চাহিদা ও এলাকার সমস্যার সমাধান করার আশ্বাস দেন। তারা রাজনৈতিক কর্মীদের দ্বারা দখল ও চাঁদাবাজি বন্ধ করার প্রতিশ্রুতিও প্রদান করেন।

শেখ আবু তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর