Logo

সারাদেশ

মেঘনার তীরে কাশফুলের শুভ্রতায় ভেসে উঠল শরৎ

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:১৫

মেঘনার তীরে কাশফুলের শুভ্রতায় ভেসে উঠল শরৎ

ছবি : বাংলাদেশের খবর

শরতের শুভ্রতায় চরফ্যাসনের মেঘনা নদীর তীরে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন কাশবনে শরৎ উৎসবের মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে। সাদা কাশফুলের নরম ও স্নিগ্ধ ছোঁয়া দর্শনার্থীদের হৃদয় স্পর্শ করছে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে এখানে তরুণ-তরুণী, পরিবার ও পর্যটকেরা এসে শরতের প্রকৃত সৌন্দর্য অনুভব করছেন।

বাতাসে দুলে ওঠা প্রতিটি কাশগুচ্ছ দর্শনার্থীদের মন কাড়া করছে। কেউ বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন, কেউ গান গাইছেন, আবার কেউ নাচে-গানে মেতে আছেন। প্রভাতের শিশিরভেজা আলো থেকে গোধূলি পর্যন্ত কাশবন এলাকার রোমান্টিক সৌন্দর্য অব্যাহত থাকে।

জাতীয় ছাত্রসমাজ (বিজেপি) উপজেলা আহ্বায়ক এমডি তারেক পাটোয়ারী বলেন, `কাশফুল দেখলেই শরতের আসল আমেজ বোঝা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে অনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন। প্রকৃতির এই সৌন্দর্য দর্শনার্থীদের আনন্দিত ও উচ্ছ্বসিত করে।'

বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, `শরতের এই সময়ে বেতুয়া প্রশান্তি পার্কের কাশবন তরুণ-তরুণীদের প্রিয় ঠিকানা। আমরা বন্ধুদের সঙ্গে নাচে-গানে, হাসি-আড্ডায় শরৎ উৎসব উদযাপন করছি।'

চরফ্যাসনের সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম জামাল মোল্লা বলেন, `কাশফুলের সাদা শুভ্রতা মনোমুগ্ধকর। এক সময় এ ফুল গাছ জ্বালানি, ঘরের ছাউনি ও পানের বরজের কাঠি হিসেবে ব্যবহৃত হত।'

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর