Logo

সারাদেশ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ভূঞাপুরে শিক্ষকদের কর্মবিরতি

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:১৯

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ভূঞাপুরে শিক্ষকদের কর্মবিরতি

ভূঞাপুরে কর্মবিরতিতে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : বাংলাদেশের খবর

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে কর্মবিরতি শুরু হয়েছে। এতে উপজেলার সব এমপিওভুক্ত বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

সকালে সরেজমিনে দেখা যায়, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাস ও অন্যান্য কার্যক্রম থেকে বিরত রয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ ঢাকায় অবস্থান করছেন এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা জানান, পুলিশি হামলার বিচার ও তাদের তিনটি দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে কর্মসূচি চলবে।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ বলেন, ‘সকাল ৯টার দিকে বিদ্যালয়ে আসার পরও ক্লাসসহ কোনও কার্যক্রমে অংশ নিইনি। ১০টার পর আমরা শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেব।’

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘রোববার শিক্ষকদের ওপর পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের পাঁচ সহযোদ্ধা আহত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত তিনটি দাবি পূরণ না হবে, আমাদের কর্মসূচি চলবে।’

আব্দুল লতিফ তালুকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর