শ্রীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:২৫
-68ed0bcd3062b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করেছেন। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হওয়া এই কর্মসূচিতে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন না।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল বলেন, ‘গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ করছি। আমরা দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের পূর্ব ঘোষিত দাবি — বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা সহ সকল যৌক্তিক দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করা হোক, যাতে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।’
শ্রীপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতিতে অংশগ্রহণ করেন। সমিতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডল বলেন, ‘শিক্ষকদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’
সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজ করি। অথচ সেই শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার বারবার অবহেলিত হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আতাউর রহমান সোহেল/এআরএস