দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে কালীগঞ্জে অগ্নিনির্বাপণ মহড়া

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৩০
-68ed0cf787ec5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। মহড়ার অংশ হিসেবে আগুনে আটকে পড়া এক ‘শিশু’কে নাটকীয়ভাবে উদ্ধার করার চিত্র দর্শকদের মুগ্ধ করেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালেই কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলা চত্বরে এই মহড়ার আয়োজন করা হয়। এতে অগ্নিনির্বাপণ প্রক্রিয়া, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ প্রদর্শন করা হয়।
মহড়ার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত অভিযানে ‘অগ্নিদগ্ধ ভবনের ছাদ’ থেকে শিশুটিকে উদ্ধার করা। ধোঁয়ায় ভরা কক্ষে ঢুকে উদ্ধারকর্মীর বাহুতে শিশুটিকে নিয়ে বেরিয়ে আসার দৃশ্য উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এমন মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি পায়। শেষদিকে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতিথিরা বলেন, ‘দুর্যোগ বা দুর্ঘটনা যখনই আসুক, তারা সর্বদা মানুষের পাশে দাঁড়ায়। আজকের মহড়া সেটিরই বাস্তব চিত্র।’
এআরএস