Logo

সারাদেশ

সালথায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৩৪

সালথায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর (৪৮) এবং তার স্ত্রী রুমা আক্তার (৪০) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাগুলি দায়ের করেন। এ দুই মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ সংঘটিত হওয়া উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে তার সম্পদের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হলে তিনি ৫৮ লাখ ৮৭ হাজার ৬৪৭ টাকার সম্পদ তথ্য গোপন ও ভিত্তিহীন তথ্য দেন। একই সঙ্গে ২০ লাখ টাকার ঋণ সম্পর্কেও মিথ্যা তথ্য প্রদান করা হয়। এছাড়া অসৎ উপায়ে ৫৫ লাখ ২৯ হাজার ৪৬৪ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখল রাখার অভিযোগও আনা হয়েছে। এই অপরাধ ২০০২ সালের ৩০ মার্চ থেকে ২০২৩ সালের ৮ অক্টোবরের মধ্যে সংঘটিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ওয়াদুদ মাতুব্বরের স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে একই সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুদকে জমা দেওয়া তার সম্পদ বিবরণীতে ৭৪ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার সম্পদ গোপন করার পাশাপাশি অসৎ উপায়ে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ১৩৭ টাকার অপরাধলব্ধ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধ ২০১৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৮ অক্টোবরের মধ্যে সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে।

দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম বলেন, ‘ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় রবিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি তদন্ত করবেন দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাসার। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।’

গত পাঁচ মাস ধরে বিভিন্ন মামলায় সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রুমা আক্তারের ফোন বন্ধ থাকায় তার বক্তব্যও জানা যায়নি।

পারভেজ মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন মামলা দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর