মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৫০
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে জেলার ৬টি উপজেলা দল অংশ নিচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে প্রতিটি দল ১৮ জন খেলোয়াড় নিয়ে গঠিত হবে এবং বাইরে থেকে ৩ জন অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি থাকবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবেন এক লাখ টাকা, রানার্স-আপ দল পাবেন ৫০ হাজার টাকা, এবং অংশগ্রহণকারী প্রতিটি দল পাবেন ২০ হাজার টাকা।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একই দিনে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আয়োজক সূত্র জানায়, টুর্নামেন্টের ক গ্রুপে রয়েছে পরশুরাম, সদর ও ফুলগাজী উপজেলা, আর খ গ্রুপে আছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। প্রতিটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে লীগ পর্ব খেলবে। লীগ পর্ব শেষ করে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ফেনী সদর ও ফুলগাজী উপজেলার মধ্যে খেলা হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতি ম্যাচে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচন করা হবে এবং নির্বাচিত খেলোয়াড়কে ২ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলকিপারকে যথাক্রমে ৫ হাজার টাকা দেওয়া হবে। নতুন সংযোজন হিসেবে ফেয়ার প্লে টিমকে দেওয়া হবে ১০ হাজার টাকা।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মাদকসহ সকল খারাপ কাজ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সে লক্ষ্যে জেলাপ্রশাসন নিয়মিত খেলাধুলা আয়োজনের চেষ্টা করছে। তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে খেলতে পারবে এমন খেলোয়াড় তৈরি করার জন্য আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। আগামীতে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টও আয়োজন করা হবে, যেখানে সকলের সহযোগিতা প্রয়োজন। ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারসহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, রেফারি এসোসিয়েশন এবং ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

