ন্যায্যমূল্য নিশ্চিত ও আমদানি বন্ধের দাবিতে কক্সবাজারে লবণ চাষিদের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৫৪
-68ed128bbbb92.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ, মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণের বাজারজাতকরণ নিষিদ্ধ এবং দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মাঠে নেমেছেন কক্সবাজারের লবণ চাষিরা।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় মহেশখালী উপজেলা চত্বরে ‘মহেশখালী লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে হাজারো লবণ চাষি বিশাল মানববন্ধনে অংশ নেন। প্রতিবাদের অংশ হিসেবে তারা সড়কে লবণ ছিটিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে লবণ উৎপাদন বন্ধ থাকলেও বাজারে ন্যায্য দাম মিলছে না। মজুদকারীরা প্রতিমণ লবণ মাত্র ২০০–২২০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে প্রান্তিক চাষিরা চরম লোকসান ভোগ করছেন এবং ভবিষ্যতে লবণ চাষে নিরুৎসাহিত হচ্ছেন।
বক্তারা দ্রুত লবণ বোর্ড গঠন, লবণ আমদানি সম্পূর্ণ বন্ধ, ন্যায্য মূল্য নির্ধারণ এবং বিসিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চাষিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মাওলানা আতাউর রহমান, আয়াত উল্লাহ সিকদার, মনিরুজ্জামান, মো. সাহাব উদ্দিন, সালাহ উদ্দিন রতন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, মাওলানা কামাল উদ্দিন, নুরুল কবির, জাকের বাদশা প্রমুখ।
প্রতিবাদ শেষে লবণ চাষি সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস