Logo

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৪

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২১:৪৯

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৪

ছবি : বাংলাদেশের খবর

সরকারঘোষিত ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামের দোয়ারিকা ব্রিজ সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে।

আহতরা হলেন- অলক ব্যাপারী (২৫), বাবু ব্যাপারী (২০), সুমন ইসলাম (১৮) ও আইয়ুব আলী (৩৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অলক ও বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুগন্ধা নদীতে ইলিশ ধরার জাল পাতা নিয়ে আইয়ুব আলী ও অলক ব্যাপারীর মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষের লোকজন লাঠি ও সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন। তিনি বলেন, ‘দোয়ারিকা ব্রিজের পূর্ব পাশে কিছু অপেশাদার জেলে ভোরে জাল ফেলতে গিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমাদের টিম তখন নদীর অন্য পাশে টহলে ছিল। বিশাল নদী ও অতিরিক্ত মৌসুমি জেলের কারণে পুরো নদী নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে।’

  • গাজী আরিফুর রহমান/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর