
বরিশাল নগরীর সদর রোডের নিজ বাসা থেকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
বরিশাল নগরীর সদর রোডের নিজ বাসা থেকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার রাতে কেকা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার রাত পর্যন্ত দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার মেয়েরা দরজা খুলে দেখতে পান, কেকা বিছানায় মৃত অবস্থায় আছেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শারমিন মৌসুমি কেকা জুলাই ও আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলার আসামি ছিলেন। তবে মামলাগুলোর বিস্তারিত বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, কেকা দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে ২০২০ সালে এক নারীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। একই বছর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার ভাঙচুর ও ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের মামলাতেও তার নাম আসে।
এমবি