বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে : খন্দকার নাসির

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:২০

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ছবি : বাংলাদেশের খবর
বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ রোডের বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমাদের দলের নামে কোনো নেতাকর্মী যদি প্রকাশ্যে কিংবা গোপনে চাঁদাবাজি করে, তাকে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আগে সাংগঠনিকভাবে আমরা তার বিচার করব।
তিনি আরও বলেন, এ আলফাডাঙ্গায় অনেক নীরব চাঁদাবাজি হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আমরা যদি চাঁদাবাজি, নৈরাজ্য, দালালির হাত থেকে মানুষকে রক্ষা করতে না পারি, তাহলে মানুষ কি আমাদের ভোট দেবে? তাই ভোট পাওয়ার জন্য আমাদের চরিত্র সংশোধন করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, অকারণে কেউ থানায় যাবেন না, কেউ দালালি করবেন না।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ সিকদার ও ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা হাসিবুল হাসান হাসিব প্রমুখ।
মিয়া রাকিবুল/এমবি